দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারালেই বড় বোনাস পাবেন টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫
অ- অ+

সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলতে আগামীকাল বুধবার মাঠে নামছে বাংলাদেশ। তার আগে সুসংবাদ পেলেন শান্ত-তাইজুলরা। দ্বিতীয় টেস্টে কিউইদের হারিয়ে সিরিজ জিতলেই টাইগাররা পাবেন বড় বোনাস।

মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে টেস্ট দলের সদস্যদের জন্য ডিনারের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সুসংবাদ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ডিনার শেষে সাংবাদিকরা বিসিবি সভাপতিকে ক্রিকেটারদের বোনাসের ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। আমি বলেছি, ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে, এতে কোনো সন্দেহ নাই।’

বিসিবি সভাপতি আরও জানান, ভবিষ্যতে সাকিব-তামিমদের অনুপস্থিতিতে যাতে বাংলাদেশ দলকে ভুগতে না হয়, সেই চেষ্টা চালাচ্ছেন তারা।

তিনি বলেন, ‘যখন তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না, তখন হঠাৎ করে আমরা চাই না অন্যান্য দেশগুলোর মতো তিন-চার বছর লাগুক ঘুরে দাঁড়াতে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’

গত ২৮ নভেম্বর সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। ওই ম্যাচে সফরকারীদের ১৫০ রানের বড় ব্যবধানে হারান টাইগাররা। ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

টাইগারদের সামনে এখন নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। সেটি করতে হলে শান্ত-তাইজুলদের সিলেটের মতোই পারফর্মেন্স করতে হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে। তাহলেই তাদের হাতে আসবে বড় বোনাস।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা