অবরোধের সমর্থনে বনশ্রীতে ছাত্রদলের মশাল মিছিল
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলোর ডাকা অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে রাজধানীর বনশ্রীতে মিছিল করেছে ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে মশাল মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্যার এফ রহমান হল ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন শোয়াইব খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন