জামালপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

জামায়াত-বিএনপির ১০ম ধাপে ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জামালপুরে মিছিল-সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
বুধবার সকালে জামালপুর শহর বিএনপির উদ্যোগে দেওয়ানগঞ্জ-জামালপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রা থেকে মিছিলটি বের করা হয়। পরে কাজীর আঁখ মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম ও বিএনপি নেতা এনামুল হক প্রমুখ।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন