গাজায় স্বাস্থ্যকর্মীদের হত্যা এবং হাসপাতাল ধ্বংসের প্রতিবাদে ঢাকায় স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে এবং স্বাস্থ্যকর্মীদের হত্যা ও হাসপাতাল ধ্বংসের প্রতিবাদে আজ বিশ্বের বিভিন্ন শহরে স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ ও সংহতি সমাবেশ করছেন।
এর অংশ হিসেবে শুক্রবার বিকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক হারুন উর রশিদ, বিশিষ্ট অ্যানেসথেসিওলজিস্ট ডা. ফজলুর রহমান, ডা. গোলাম রব্বানী, শিশু বিশেষজ্ঞ ডা. কাজী রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এইচ ফারুকী, ডা. ফয়জুল হাকিম লালা, সিস্টার অন্তরা বর্মণ প্রমুখ।
সভা পরিচালনা করেন ডা. জয়দীপ ভট্টাচার্য।
গাজায় এ পর্যন্ত ১০৪ জন ডাক্তার ও মেডিকেল ছাত্র, ৮৭ জন নার্স, ৮৭ জন ল্যাব টেকনিশিয়ান-ফার্মাসিস্ট- প্যারামেডিক এবং ২৭৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। যুদ্ধের সকল নিয়ম অস্বীকার করে হাসপাতালে হামলা চালানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের হত্যা করা হয়েছে। এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের এই প্রতিবাদ।যুক্তরাজ্যভিত্তিক 'Health care workers for Palestine' এর উদ্যোগে এটি শুরু হলেও এখন এটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতি সপ্তাহের শুক্রবারে এই 'World wide vigil' অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এই সপ্তাহ থেকে এতে যুক্ত হলো। স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার বাংলাদেশের স্বাস্থকর্মীরা এই প্রতিবাদে যুক্ত হবেন বলে জানান।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমএইচ/ইএস)

মন্তব্য করুন