স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৮৫তম বোর্ডসভা অনুষ্ঠিত

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পরিষদের ৩৮৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ব্যাংকের ঢাকার গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজাও উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন