নির্বাচনি পর্যবেক্ষক পাঠাতে চায় জাপান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১

সম্প্রতি জাপান থেকে ১৬ জনের একটি প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার বিকালে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এবং জনকূটনীতি বিভাগের পরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ‘এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশান এক্সপার্ট টিম। তারা দেশে আছেন, এবং ২১ জানুয়ারি পর্যন্ত থাকবেন। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), আরব পার্লামেন্ট, ভারত ও প্যালেস্টাইন চূড়ান্ত হয়েছে। জাপানের আবেদনের ভিত্তিতে পরবর্তী প্রক্রিয়া চলছে। এছাড়াও আরও কিছু আবেদন আছে। সব চূড়ান্ত হলে জানানো হবে।’

জাতিসংঘকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের চিঠি প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন এটি একটি ‘থ্যাংক ইউ’ নোট।

সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন থেকে দেশে ফিরে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে বলেও জানান সেহেলী সাবরীন। এখন পর্যন্ত তিন দফায় মোট ৩৯৮ জনকে দেশটির বেনগাজী ও আইনজেরা ডিটেনশান থেকে ফেরত আনা হয়েছে। সংশ্লিষ্টদের মতে দেশটিতে এখনও অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অভিযান চলমান থাকায় বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা জানা যায়নি। লিবিয়াতে আটক বাংলাদেশিরা মানবপাচারের শিকার বলেও ধারণা করছেন তারা।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসআরপি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :