১৪ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪

মাত্র তিনদিন পরই শহীদ বুদ্ধিজীবী দিবস। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাজসজ্জা এবং নিরাপত্তার প্রস্তুতি চলছে। রবিবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রস্তুতির কাজে নিয়োজিত কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন বাংলার বুদ্ধিজীবীরা। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কেউ রঙ তুলি হাতে গেট রঙ করার কাজে ব্যস্ত। আবার কেউ বাঁশ দিয়ে তৈরি করছেন প্যান্ডেল। পরিষ্কার পরিচ্ছন্নতায় চলছে ধোয়া-মোছার কাজ। স্মৃতিসৌধের আশপাশের এলাকায়ও চলছে পরিচ্ছন্নতার কাজ।

এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের জন্যও চলছে মহড়া। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।

সাজসজ্জার কাজে নিয়োজিত কর্মীরা জানান, ১২ ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করার নির্দেশনা রয়েছে। ফলে ১৪ ডিসেম্বরকে ঘিরে সকাল সন্ধ্যা কাজ করছেন তারা। সবমিলিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।

স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বরেণ্য শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতার পর থেকে তাদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এদিন ভোর থেকেই মিরপুরের স্মৃতিসৌধের পাশাপাশি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষও শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/টিআই/এসআরপি/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :