নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শোকজ করা হলো গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শোকজও করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি অনুসন্ধান কমিটি-১৯৫, গাজীপুর-২ ও যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, তাকে এ শোকজ করেন।

শোকজের মাধ্যমে প্রতীক বরাদ্দের আগে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের পক্ষে বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় নির্বাচনি প্রচারণা চালালোর অভিযোগ আনা হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় জাহাঙ্গীরকে শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর (সোমবার) দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের মতবিনিময় সভায় তাকে সমর্থন জানিয়ে এবং ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :