শরীয়তপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭

সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সিন্ডিকেট করে কৃত্রিমভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করেছে বলে জানা গেছে।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত জরিমানার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। বলেন- জেলা প্রশাসক নিজাম উদ্দীন আহাম্মেদের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পেঁয়াজ মজুদ করে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন তার জন্য বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, আমরা সকল অবৈধ মজুদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিক্রেতাদের আমি আহ্বান জানাই আপনারা বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে সহায়তা করুন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :