ট্রাম্পের সাবেক আইনজীবীর ১৪৮ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিলিয়ানিকে নির্বাচন কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দায়ে মানহানির মামলায় ১৪৮ মিলিয়ন ডলার জরিমানা করেছেন আদালত। খবর আলজাজিরার।

শুক্রবার এ মামলায় রুডি গিলিয়ানিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করে ওয়াশিংটনের ফেডারেল আদালতের সদস্যের জুরি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওয়ানড্রেয়া শোয়ে মস ও তার মা রুবি ফ্রিম্যান নামে দুই নির্বাচন কর্মী।

মার্কিন আদলত বলেছে, রুবি ফ্রিম্যান ও তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসকে ৭৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মানহানি ও মানসিক ক্ষতির জন্য প্রত্যেককে আরও ৩৬ মিলিয়ন ডলার করে দিতে হবে।

শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, ‘গিলিয়ানি মানহানি, ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেয়া এবং নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। আদালত এ সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ ঘণ্টারও বেশি সময় নেয়। গিলিয়ানি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন।

আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। আমার এবং আমার মেয়ের সঙ্গে রুডি যা করেছে আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে। অন্যদেরও দায়ী করতে হবে।’

রায়ের প্রতিক্রিয়ায় গিলিয়ানি বলেন, ‘ক্ষতিপূরণের অর্থের পরিমাণের অযৌক্তিকতা পুরো প্রক্রিয়াটির অযৌক্তিকতাকেই তুলে ধরছে।’ এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রুডি গিলিয়ানি দীর্ঘদিন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং নিউইয়র্ক শহরের মেয়র হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :