লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ থামবে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:০৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সমেম্মলন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় দুই বছর ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাশিয়া তার লক্ষ্যে সফল হলে তবেই যুদ্ধ থামবে, শান্তি ফিরবে ইউক্রেনে।

প্রতি বছরই ডিসেম্বরে সমসায়িক বিষয় নিয়ে বার্ষিক সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট। তবে গত বছর সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছিল। এ বছর ফের সংবাদ সম্মেলন করেছেন পুতিন।

বৃহস্পতিবার এ বারের সংবাদ সম্মেলনের বিষয় ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সেনাকর্মী ও তাদের পরিবারকে পারিশ্রমিক দেওয়া এবং রুশ অর্থনীতি। এই সংবাদ সম্মেলনে টেলিফোন বা ভিডিয়ো কলের মাধ্যমে অংশ নিয়ে পুতিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন সেনাকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিকেরা।

প্রশ্ন-উত্তরে পুতিন বলেন, ইউক্রেনে শান্তি তখনই ফিরবে যখন ইউক্রেন মেনে নেবে যে তারা পশ্চিমি সামরিক জোট ন্যাটোর অন্তর্ভূক্ত হবে না। এ ছাড়াও, ইউক্রেনে নব্য-নাৎসি প্রভাব কমানো নিয়েও বলেন তিনি।

পুতিনের বক্তব্য, তাদের দাবি ইউক্রেন মেনে নিলে তবেই সে দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ হবে।

তিনি জানান, ইউক্রেনে এই মুহূর্তে ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা নিযুক্ত রয়েছে। গত বছর কমপক্ষে ২ লাখ ৪৪ হাজার সেনাকে এই ‘অভিযানে’ নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে ইউক্রেন থেকে কবে সেনা প্রত্যাহার করা হবে, তার উত্তর দেননি পুতিন।

পুতিন বলেন, ‘সামরিক বাহিনী সরানো বা কমানো (ডিমিলিটারাইজেশন) প্রসঙ্গে বলছি, ওরা যদি সমঝোতায় রাজি না হয়, তা হলে অন্য পথ নেব। সেটা চুক্তির ভিত্তিতে বা বলপ্রয়োগ করে।’

গত জুন মাসে রুশ অধিকৃত ক্রিমিয়ায় করা ইউক্রেনের হামলা প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেন এই দুই বছরের মধ্যে ওই ছোট এলাকায় সাফল্য লাভ করলেও নিজেদের ‘সব চেয়ে ভাল’ কিছু সেনাদের হারিয়েছে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :