জাতীয় পার্টিকে আসন ছাড় দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

​​​​​​​জাফর আহমেদ, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০১ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ২২:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টন নিয়ে সমঝোতার বিষয়ে আওয়ামী লীগের ছয়জন নেতা বৈঠকে বসেছেন। শনিবার রাত সাড়ে ৮টার পর দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দফায় এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় একই জায়গায় প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টিকে আসন ছাড় দিতে আওয়ামী লীগ মনোনীত কিছু প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা এবং কোন কোন আসন জাতীয় পার্টিকে ছাড় দেবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।

শুক্রবারের বৈঠকে জাতীয় পার্টিকে যে সংখ্যক আসন ছাড় দেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট না হওয়ায় আজ শনিবার আবারও বৈঠক বসলো।

এর আগে শনিবার সন্ধ্যায় আরেক দফা বৈঠক করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যান। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার আওয়ামী লীগ নেতারা নিজেদের বৈঠক শেষ করে মূলত জাতীয় পার্টির সঙ্গে রাতেই বৈঠক করবে বলে জানা গেছে।

ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাগরিবের পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আসেন। প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করে সব নেতারা কার্যালয় থেকে বের হয়ে যান।

দলীয় সূত্র মতে প্রথম বৈঠকের প্রায় দেড় ঘণ্টার পরেই আবারও বৈঠক ডাকা হয়। রাত সাড়ে ৮টার দিকে দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আবার আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

এই বিভাগের সব খবর

শিরোনাম :