টাঙ্গাইলে সড়কে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৩
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হীরামন বেগত (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা দুইজনেই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা