দূষিত বায়ুর শহর: টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা। এবার বায়ুমান আরও খারাপ হয়ে দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। বুধবার সকালে শহরটির স্কোর দেখা যায় ৩২৫, যা ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়। এখন ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩২ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

এখন দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৩১। ভারতের আরেক শহর দিল্লি ২২৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। দুটি শহরেরই বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ২০০, যা ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচি, স্কোর ১৯৬; সপ্তম চীনের উহান, স্কোর ১৭৯; অষ্টম চীনের চেংডু, স্কোর ১৭৭; দেশটির আরেক শহর শেনইয়াং রয়েছে নবম স্থানে, স্কোর ১৭২; দশম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৭০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘স্বাস্থ্যসেবায় দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত’

মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল থেকে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের কাছে অনুরোধ

উপজেলা নির্বাচন: মাঠে নেমেছে ৪৫৭ প্লাটুন বিজিবি

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী

শিল্প খাত পরিবেশবান্ধব করতে হবে: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে ভ্যাট আরোপ রং ডিসিশন: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন: রাত ১২টা থেকে ১৫৭ উপজেলায় যান চলাচলে নিষেধাজ্ঞা

কিরগিজস্তানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ

মেট্রোরেলের উত্তরা-টঙ্গী রুটে হবে ৫ স্টেশন

এই বিভাগের সব খবর

শিরোনাম :