এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১২:৩১| আপডেট : ১৯ মে ২০২৪, ১২:৪৬
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিনব্যাপী একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলার উদ্বোধন করেছেন।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলার উদ্বোধন করেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতজন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে স্বপ্না রানী সেন জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ জেতার অনুভূতি ব্যক্ত করেন।

মেলায় তিন শতাধিক উদ্যোক্তা অংশ নিচ্ছেন, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা।

এসএমই মেলায় ১০০ শতাংশ দেশীয় পণ্য প্রদর্শন করা হবে। এবারের মেলায় সাড়ে তিন শতাধিক কোম্পানি অংশ নেবে।

মেলায় পোশাক খাতের সবচেয়ে বেশি ৭৫ জন অংশগ্রহণ করবেন। এছাড়া ৪২ জন পাটজাত পণ্য, ৩৮ জন হস্তশিল্প, ৩২ জন চামড়াজাত পণ্য এবং ২৭ জন প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন করবেন।

এসএমই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঢাকা ও চট্টগ্রামের এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টার তাদের কার্যক্রম প্রদর্শন করবে।

(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা