জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

মিরপুরে পুলিশ বক্সে আগুনের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেছেন, ‘যারা এখানে আন্দোলন করছে তারা সবাই শ্রমিক না। কারণ শ্রমিকদের এত সাহস নেই পুলিশ বক্সে আগুন দিবে। তৃতীয় পক্ষের ইন্দন রয়েছে। এখানে জামায়াত বিএনপি ঢুকে পড়েছে।’
রবিবার বিকালে মিরপুর কালশী এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ইলিয়াস মোল্লাহ্ বলেন, ‘সকালে অটোরিকশা চালকদের বলা হয়েছে বিষয়টি বিবেচনা করা হবে। তারপরের তৃতীয় পক্ষ ঢুকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করছে একটি চক্র।’
এদিন সকাল থেকে সড়কে অটোরিকশা চালানোর দাবিতে চালকদের আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিকালে হঠাৎ করেই কালশিতে অবস্থিত পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পরে চালক ও পুলিশের সংঘর্ষ একজন পথচারী গুলিবিদ্ধ হয়।
(ঢাকাটাইমস/১৯মে/এসএস/এসআইএস)

মন্তব্য করুন