মির্জাপুরে নির্বাচনি সভার খিচুড়ি গেল মাদরাসায়

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও খিচুড়ি রান্না করে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি সভার আয়োজন করায় তা বন্ধ করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কর্মী-সমর্থকদের জন্য রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদরাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
শনিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সভায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি সভার আয়োজন করায় আচরণবিধি ভঙ্গের অপরাধে এই দণ্ড দেওয়া হয় বলে বিচারক জানিয়েছেন।
জানা গেছে, শনিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে মহেড়া ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনি সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাচনি সমাবেশের সভাপতি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সভার কর্মী-সমর্থকদের জন্য রান্না করা ৫শ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত প্যাকেট খিচুড়ি উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদরাসা, কদিমধল্যা এবং দেওহাটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিকভাবে সভা-সমাবেশ করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে তিনটি মাদরাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া সভার সভাপতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ঢাকা টাইমস/১৯মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন