বন্ধুর ঘর থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বন্ধুর ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাকিব হাসান (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৃত সাকিব হাসান বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ফোলা এবং দুর্গন্ধময় ছিল। এসময় বাড়িতে একজন বাক প্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিল না। গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সাথে সাকিবের বন্ধুত্ব ছিল। হত্যার কোনো কারণ এখনো জানা যায়নি। ওই বাড়ির কাউকে আটক করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ খুঁজে পাওয়া যাবে। এজন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।'
সাকিবের বাবা জানান, শুক্রবার বিকালে কৃষি কাজ শেষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরেনি সাকিব। বন্ধুদের সাথে রয়েছে মনে করে নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। আজ সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তারা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/১৯মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন