কালশীতে পুলিশ বক্সে আগুন দিলেন অটোরিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:০৩ | প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১৭:১৭

রাজধানীর মিরপুরের কালশী মোড়ের ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত অটোরিকশাচালকরা।

রবিবার বিকাল সোয়া ৪টার দিকে পুলিশবক্সে আগুন দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান ঢাকা টাইমসকে বলেন, আগুন লাগার খবর পেয়ে বিকাল ৪টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছি। তবে সেখানে কোনো কাজ করা লাগেনি।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সকাল থেকেই মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এতে মিরপুরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

চার ঘণ্টা অবরোধের পর বেলা আড়াইটার দিকে পুলিশ একপাশ দিয়ে বাস ছেড়ে দিলে উত্তেজিত অটোরিকশাচালকরা লাঠি ও ইট দিয়ে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির জানান, প্রায় চার ঘণ্টা অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগে পড়েন। আড়াইটার দিকে একপাশ দিয়ে বাস চলাচল শুরু করলে তিনটি বাস ভাঙচুর করেন অটোরিকশাচালকরা। তবে পুলিশের বাধায় তারা সেখান থেকে সরে যান।

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৯মে/এলএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

শনিবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান ও মার্কেট বন্ধ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

হামলায় পণ্ড ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা নবী উল্লাহ নবী

ঢামেকে রোগীর স্বজনদের টাকা চুরি, নারীসহ আটক ২

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্বপ্নসিঁড়ির ঝমকালো আয়োজন ‘গানেই যুদ্ধ গানেই জয়’

ভাঙা রাস্তা দ্রুত মেরামতের দাবিতে দক্ষিণখানে শুক্রবার মানববন্ধন

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ৩ জন আটক

মিরপুর ডিওএইচএসে পুলিশের অভিযান, সাড়ে ৫৭ লাখ টাকাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :