রাঙ্গুনিয়ায় চাঁন্দের গাড়ির ধাক্কায় সাংবাদিক নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁন্দের গাড়ির ধাক্কায় ইমরান হোসেন (৩০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে ইমরান হোসেন মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়িতে ফেরার পথে রোয়াজারহাট মধুবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী একটি চাঁন্দের গাড়ি ইমরানের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। তবে গাড়িটি ইসলামপুরের বটতল এলাকার মফিজ সওদাগরের বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার জ্বালানি কাঠ পরিবহনকারী এসব গাড়ি সড়কে অবৈধভাবে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এসব গাড়ির দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও জানান তারা।

অভিযোগ রয়েছে, প্রশাসনকে ম্যানেজ করে লাইসেন্স ফিটনেসবিহীন জিপ গাড়িগুলো দিয়ে কাঠ পাচার করা হয়।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা