মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির লিফলেট বিতরণ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলন সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ি এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মুন্সীগঞ্জ- (লৌহজং টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খাঁনের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একেএম রিয়াজুল ইসলাম তুহিনের নেতৃত্বে ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আহী আহমেদ জুবায়ের, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, লৌহজং উপজেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ফকির, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির শেখ, যুগ্ম আহ্বায়ক সুমন শেখ, যুগ্ম আহবায়ক খলিল সরদার, যুগ্ম আহ্বায়ক মুন্না ঢালী, নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব শেখ, যুবনেতা জাহাঙ্গীর আলম, কলমা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সর্দার, এইচডি বিপুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন।

নেতাকর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগকালে জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। এরআগেও সরকারের পদত্যাগের একদফা দাবিতে হরতাল-অবরোধ সফলে বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জানান, বাংলাদেশের সকল বিরোধী দলকে বাদ দিয়ে এককভাবে প্রহসনের নির্বাচনী নাটক করছে আওয়ামী লীগ সরকার। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ধরনের নির্বাচন জনগণের সঙ্গে স্রেফ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে ভোট বর্জনে অসহযোগ আন্দোলন সফলের বিকল্প নেই। আগামী জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবেনা ইনশাআল্লাহ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :