ফকিরাপুলে ছাত্রদলের লিফলেট বিতরণ

নির্বাচন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে ফকিরাপুল কাঁচা বাজারে লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা ফকিরাপুল মোড় থেকে শুরু করে কাঁচাবাজার হয়ে আরামবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক নাজমুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আরিফুল হাসান প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, স্যার এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান হায়াত, তেজগাঁ কলেজ ছাত্রদলের ছাত্রনেতা তোফায়েলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেবি/জেডএম)

মন্তব্য করুন