দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা নিহত ১২, আহত ১১

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত— বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো.রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (০২ জানুয়ারি) বেলা ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করণিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে। দুর্ঘটনায় অপর আহতরা হচ্ছেন, রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)। মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দায়ের করেনি।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আরমান মিয়া, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বাসিন্দা খোকন মিয়া ও শেরপুর জেলার বাসিন্দা মোশাররফ হোসেন।
আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নয়মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা দর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। পেশায় তিনি দিনমজুর।এ ঘটনায় বাসের চালকসহ বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক হারুন উর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসের চালকসহ বাসকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই দম্পতির ছেলে বিসিএস কর্মকর্তা হাবিবুর রহমান।মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের গাছবাড়ী, হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা এলাকার মজিবুর রহমান (৭৩) ও তার সহধর্মিণী হাবিবা বেগম (৬৫)।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করেছেন। বলেন, এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। তার ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০২জানুয়ারি/প্রতিনিধি/এসএ/পিআর/ইএইচ)
মন্তব্য করুন