পুকুরে মিলল ২ কেজির ইলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ২১:১৫
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক কৃষকের পুকুরে পাওয়া গেছে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ।

মঙ্গলবার উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বেড়িবাঁধের বাহিরে মাছটি ধরা পড়ে।

পুকুরের মালিক মো. আব্দুল হাই জানান, বেড়িবাঁধের বাহিরে ১২ শতাংশ জমিতে একটি পুকুরি তৈরি করেন তিনি। পুকুরে নেমে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে জাল টানলে বিভিন্ন প্রজাতির মাছসহ ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়।

স্থানীয় যুবক মো. মোমিন জানান, তার খালাতো ভাই মো. আব্দুল হাইয়ের বাড়ির পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পুকুরে নামেন। এরপর জাল টেনে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি ২ কেজি ওজনের ইলিশ ধরা পড়ে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন না। মূলত বর্ষা মৌসুমে বেড়িবাঁধের বাহিরে ঘের ও পুকুরে জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশের পোনা পুকুরে এসেছে। তাই আব্দুল হাইর পুকুরে ইলিশ মিলেছে। এছাড়া আর কিছু নয়।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা