শ্রীপুরে রাস্তার পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো শিশুর লাশ উদ্ধার  

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ২১:৩৫| আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২৩:০২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে শপিং ব্যাগে মোড়ানো সাত মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ।

মঙ্গলবার দুপুর শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর–মাওনা আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সফিক মিয়া বলেন, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটির সময় কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক শিশুকে দেখতে পায় কয়েকজন। এরপর আমাদের অবহিত করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ পুলিশে ফোন করে বিষয়টি পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুর মৃত্যুর কারণটি জানা যাবে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা