শ্রীপুরে রাস্তার পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শপিং ব্যাগে মোড়ানো সাত মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার দুপুর শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর–মাওনা আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুর মৃত্যুর কারণটি জানা যাবে।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)

মন্তব্য করুন