বগুড়ায় মিনিট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৬| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২৮
অ- অ+

বগুড়ায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন যাত্রী।

বুধবার সকাল পৌনে ৮টায় শহরের বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকার টিএমএসএস কারওয়াশ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে মোকামতলা থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে রংপুরগামী মিনিট্রাক সামনে থেকে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোখলেছ এবং যাত্রী রফিকুল ইসলাম মারা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির এসআই আমিনুল বলেন, খবর আমি ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। এর আগে সিএনজি চালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এছাড়া সেখানে মিনিট্রাক এবং সিএনজি মুখোমুখি লাগানো ছিলো। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আমি তাদের বুঝে দিয়ে চলে আসি।

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও ‍দুজন আহত আছেন বলে জানতে পেরেছি। তবে তাদের কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে জানি না। দুর্ঘটনা কবলিত মিনিট্রাক এবং অটোরিকশা দুটোই আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক এবং সহযোগী পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা