দেওয়ালে পোস্টার লাগানোয় নৌকার দুই সমর্থককে জরিমানা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২১:১২ | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:১৫

আচরণবিধি ভঙ্গ করায় যশোর-১ (শার্শা) নৌকার দুই সমর্থককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি ভঙ্গ করে দেওয়ালে তারা পোস্টার লাগাচ্ছিল। এ জন্য এ দুজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগআঁচড়া গ্রামের শামীম (৩৯) ও কায়বা গ্রামের মাসুদ (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আচরণবিধি অনুযায়ী, নির্বাচনি প্রচারণার জন্য কোনোভাবেই দেওয়ালে পোস্টার লাগানো যাবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :