দেওয়ালে পোস্টার লাগানোয় নৌকার দুই সমর্থককে জরিমানা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:১৫| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২১:১২
অ- অ+

আচরণবিধি ভঙ্গ করায় যশোর-১ (শার্শা) নৌকার দুই সমর্থককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি ভঙ্গ করে দেওয়ালে তারা পোস্টার লাগাচ্ছিল। এ জন্য এ দুজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগআঁচড়া গ্রামের শামীম (৩৯) ও কায়বা গ্রামের মাসুদ (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আচরণবিধি অনুযায়ী, নির্বাচনি প্রচারণার জন্য কোনোভাবেই দেওয়ালে পোস্টার লাগানো যাবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা