নৌকায় ভোট দিয়ে মানুষ শান্তিতে আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:২৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ শান্তিতে আছে। তাই শান্তিতে থাকতে চাইলে আবারও নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী কাউকে উচ্ছেদ করে না, পুনর্বাসন করে দেন।

বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর পৌর টার্মিনাল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, কাউকে ধোঁকা দিয়ে বোকা বানানোর কোন সুযোগ নেই। মানুষ এখন বুঝে গেছে কোথায় ভোট প্রয়োগ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আজাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা