আচরণবিধি লঙ্ঘন: নৌকা ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনকে তলব

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২২:১৫
অ- অ+

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-৬ (সদর) আসনের নৌকা ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে পৃথকভাবে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বুধবার সদর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ জাহিদুল ইসলাম এ কারণ দর্শানোর আদেশ দেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সহকারী মশিউর রহমান তলব নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদেশ তিনটিতে বগুড়া-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও তার ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুকে বৃহস্পতিবার সকালে তলব করা হয়েছে।

তলব নোটিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শহরের খান্দার এলাকায় রাস্তা বন্ধ করে সভা করেন নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির নজরে আসে। এতে সুস্পষ্টভাবে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি আইন-২০০৮ এর বিধি ৬ (ঘ) লঙ্ঘন হয়েছে। এজন্য প্রার্থী রিপুকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ জাহিদুল ইসলাম।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু নিজ এলাকা আটাপাড়ায় কিছু ভোটারকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি আইন-২০০৮ এর বিধি-১১ (ঙ) ধারা লঙ্ঘন করেছেন টিপু। একই কারণে ঈগল প্রতীকের প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়। এজন্য সদর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এই স্বতন্ত্র প্রার্থী ও তার ভাইকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতে এসে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা