মুন্সীগঞ্জ ও পিরোজপুরে নির্বাচনি সহিংসতায় নিহত ২

মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থক ও পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকসহ নির্বাচনি সহিংসতায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার বিকালে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে ও একইদিন গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে পৃথক হামলার ঘটনা ঘটে।
এছাড়া বোয়ালমারী উপজেলায় নির্বাচনি সহিংসতার পৃথক দুটি ঘটনায় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
আরও পড়ুন>> ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলা, আহত ৩
মঠবাড়িয়ার হামলায় নিহত মো. জাহাঙ্গীর পঞ্চাইত (৫৫) ওই উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের মো. তোতাম্বর পঞ্চাইতের ছেলে। তিনি কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজের কর্মী বলে জানা গেছে।
হামলায় গুরুতর আহত জাহাঙ্গীরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করা হয়। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এদিকে হামলার ঘটনায় নিহত জাহাঙ্গীরের স্ত্রী রুনু বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ জানান, বুধবার বিকালে মো. জাহাঙ্গীর নির্বাচনি প্রচারে বের হলে আগে থেকে ওত পেতে থাকা স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থকরা অতর্কিত এ হামলা চালিয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ সদরে গুলিতে নিহত ডালিম সরদার (৩০) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ডালিম সরদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন নৌকার সমর্থকরা ।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি করলে ডালিম সরদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন