ওআইসির নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে ইসির বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর বৃহত্তর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে শুক্রবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। উপস্থিত রয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা।
অন্যদিকে ওআইসির তিন সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক দলের নেতৃত্ব রয়েছেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। উপস্থিত অন্য দুজন হলেন সংস্থাটির হেড অব ইলেকশন ইউনিটের শাকির মাহমুদ বান্ডার ও ক্যাবিনেট অব সেক্রেটারি জেনারেল আদমউ মোহাম্মাদ।
এর আগে শুক্রবার সকালে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ওআইসির প্রতিনিধি দলটি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বৈঠক হয়। আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে সুষ্ঠুভাবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে ওআইসি পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএস)

মন্তব্য করুন