চট্টগ্রামে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

চট্টগ্রাম ব্যুারো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪
অ- অ+

চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানা এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুরের দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে ওয়ার্ড আ.লীগ নেতা সালাউদ্দিন বাদশা বলেন, ভোরে স্কুলের হেড মাস্টারের রুমের পিছনের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে স্কুলের প্রধান শিক্ষক সুব্রা রানী দের মূল্যবান কম্পিউটার, বিভিন্ন বই ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে আমরা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদারকে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা