চট্টগ্রামে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬
অ- অ+

চট্টগ্রাম-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে ইসি।

রবিবার বিকাল চারটায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

এর আগে সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে সচিব বলেন, এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং ১৫ জন ব্যক্তি জাল ভোট বা জাল ভোটে সহায়তা করার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি জানান, এদের মধ্যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছেন।

এসময় সাংবাদিকরা কেন্দ্রভিক্তিক ফলাফল শিটে আগে থেকেই স্বাক্ষর নিয়ে রাখার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদেরকে রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করলে অবশ্যই প্রিজাইডিং অফিসার শাস্তির আওতায় আসবে।

নির্বাচন কমিশন কি শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কারও ছেলে বা মেয়েকে বলে নাই। নির্বাচন কমিশন বলেছে যিনি দুষ্কৃতকারী, যিনি অপরাধ করবেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আমি যদি হই আমাকেও আইনের আওতায় নিয়ে আসবে।

নির্দিষ্ট কাউকে বলা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, এটা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যারা যেখানে দায়িত্বে আছেন তাদেরকে বলা হয়েছে। তবে একটু আগে একজন প্রিজাইডিং অফিসার অ্যারেস্ট হয়েছেন।

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমরা তো মনে করি এখন পর্যন্ত বড় ধরনের কোনো কোনো ঘটনা ঘটেনি।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা