চট্টগ্রাম-১২: ৫০ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সব এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ  

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৪
অ- অ+

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫০টি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের সব এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।

রবিবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, নৌকা সমর্থকরা তাদের মারধর করে সকাল থেকে কেন্দ্র থেকে বের করে দেয় এবং জোর করে নৌকায় সিল মারেন।

এ সময় পরিদর্শনে এসে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, হুইপ সামশুলের এটা মিথ্যাচার। ঈগলের কোন এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়নি। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে। বেশ কয়েকটি সেন্টারে আমি গিয়েছি। তারা নিজে থেকে সরে যাচ্ছে। তিনি আগে তিনবার নৌকা নিয়ে নির্বাচন করেছেন। ইতোমধ্যে পটিয়ায় একটা নৌকা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ছেন হুইপ।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্ট মুস্তফা অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে আমাকেসহ ঈগলের সব এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমাকে নৌকার সমর্থকরা মারধর করেছে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা