চট্টগ্রাম-১২: ৫০ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সব এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ  

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৪

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫০টি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের সব এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।

রবিবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, নৌকা সমর্থকরা তাদের মারধর করে সকাল থেকে কেন্দ্র থেকে বের করে দেয় এবং জোর করে নৌকায় সিল মারেন।

এ সময় পরিদর্শনে এসে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, হুইপ সামশুলের এটা মিথ্যাচার। ঈগলের কোন এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়নি। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে। বেশ কয়েকটি সেন্টারে আমি গিয়েছি। তারা নিজে থেকে সরে যাচ্ছে। তিনি আগে তিনবার নৌকা নিয়ে নির্বাচন করেছেন। ইতোমধ্যে পটিয়ায় একটা নৌকা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ছেন হুইপ।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্ট মুস্তফা অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে আমাকেসহ ঈগলের সব এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমাকে নৌকার সমর্থকরা মারধর করেছে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :