টাঙ্গাইলে ব্যালট বাক্সে আগুন, ৫ রাউন্ড গুলি, দুই প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
অ- অ+

টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুজন আনসার সদস্য আহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার বোঝাই ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পর কেন্দ্রের বাকি বালটবাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়স্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। অভিযোগ দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভোটে অনিয়ম, জাল ভোট, এজেন্টদের মারধর ও ভয়ভীতির অভিযোগ এনে ভোট বর্জননের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী। দুপুর আড়াইটার দিকে মধুপুর প্রেসক্লাবের সামনে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী।

তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে প্রকাশ্যে জাল ভোট দিয়েছে। আমার এজেন্টদের বের করে দেয়াসহ মারধর ও হয়রানি করেছে। এমন পরিস্থিতে আমার পক্ষে নির্বাচন চালানো ও নির্বাচনে থাকা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করলাম।

এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক এমপি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এছাড়াও স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাকগাড়ি) ও কৃষক শ্রমিক জনতা লীগের ফারুকক আহাম্মেদ (গামছা) প্রতীকে নির্বাচন করছেন।

অন্যদিকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্টদের মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজার প্রচার প্রচারণার নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, নৌকার কর্মী-সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতীকার মিলেনি। জেলার পুলিশ সুপারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা