ঢাকা-২০ আসনে নৌকার প্রার্থী বেনজির আহমদ বিজয়ী

ঢাকা-২০ ধামরাই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।
১৪৯টি কেন্দ্রের ফলাফলে বেনজির আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৩, ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪, ৬১৩ ভোট। মোট ২৯০৯৬ ভোটে নৌকা জয়লাভ করেছেন বেনজির আহমদ।
উল্লেখ্য, এ নিয়ে ৩য় বারের মতো সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন তিনি।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন