ভোটের লড়াইয়ে বিজয়ী বেশে এবার বদিকে ধরে ফেললেন স্ত্রী শাহীন আক্তার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদুর রহমান বদি ছিলেন দুইবারের এমপি। তিনি এই আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং নানাভাবে বিতর্কিত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে তিনি বঞ্চিত হন।
এরপর নির্বাচনি মাঠে নামেন তার স্ত্রী শাহীন আক্তার। একাদশ সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে শাহীন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৯০,৩৭৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উখিয়া ও টেকনাফের ১০৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাহীন আক্তার নৌকা প্রতীকে পান ১,২২,০৮০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ঈগল) নুরুল বশর পেয়েছেন ৩১,৭০৭ ভোট।
এদিকে, এর আগে ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টের বের করে দেয়ার অভিযোগ তুলে দুপুরে ভোট বর্জন করেছেন কক্সবাজার-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো। একই অভিযোগ তুলে বেলা ২টার দিকে ভোট বর্জন করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন