ঝিনাইদহের ৩ আসনে নৌকা, ১টিতে ঈগল জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের নৌকা এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। রবিবার রাত ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাই এমপি নৌকা প্রতীকে ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল স্বতন্ত্র ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল স্বতন্ত্র ঈগল প্রতীকে এক লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী এমপি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দীন মিয়াজী নৌকা প্রতীকে ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম চঞ্চল ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আজিম আনার নৌকা প্রতীকে ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের আব্দুর রশীদ খান পেয়েছেন ৫৭ হাজার ৯৪ ভোট।

(ঢাকা টাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :