বোয়ালমারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মেহজাবিন (২)। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মিরাজ মোল্যার মেয়ে।

জানা যায়, মেহজাবিনের বাবা অটোভ্যান চালান এবং মা উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলে চাকরি করেন। সকালে মেহজাবিনকে দাদি শ্বাশুড়ির কাছে রেখে কাজে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে নাস্তা করিয়ে পাশের বাড়িতে যায় সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। সুফিয়া বেগম বাড়িতে ফিরে এসে পানিভর্তি বালতির মধ্যে শিশু মেহজাবিনের মাথা নিচে ও পা উপরে অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের নিকট মৃতদেহ হস্তান্তর করে।

বোয়ালমারী থানা উপপুলিশ পরিদর্শক মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা