দেবিদ্বারে ঋণের টাকা পরিশোধ করতে গরু চুরি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ২১:৩৬
অ- অ+

কুমিল্লার দেবিদ্বারে ঋণের টাকা পরিশোধ করতে এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করেছেন জাকির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। তবে চুরি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে দেবিদ্বার থানা পুলিশ চোরসহ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মঙ্গলবার রাতে দেবিদ্বার পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাকির হোসেন জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। পুলিশ উদ্ধারকৃত গরুটি ওই কৃষককে ফিরিয়ে দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে ধামতি ইউনিয়নের ভুঁইয়া বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির অভিযোগে জাকির হোসেনকেও আটক করা হয়। বর্তমানে গরুটি মালিকের হেফাজতে আছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, গরু চুরি হওয়ার ১২ ঘণ্টার মধ্যে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক অনিক ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের সত্যতাও পাওয়া গেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বর্ণাঢ্য উদ্বোধন 
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা