ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার গ্রামের বাড়িতে হামলা

ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জে এ হামলা করা হয়। এ সময় দুর্বৃত্তরা বেলালের ঘরের মূল ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার মা-বোন থাকেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমা ফাটিয়ে মূল ফটক ভাঙচুর করেছে।
বেলাল হোসেনের অভিযোগ, সরকার দলীয় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন।
তারা বলেন, হামলা চালিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

মন্তব্য করুন