পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ 

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবেদালীর মোড় সংলগ্ন পাঁচ শতক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সাহারা বেগম নামের এক নারী আদালতে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী সাহারা বেগম অভিযোগ করে বলেন, বাড়ির পাশে আবেদালীর মোড়ে আমার পাঁচ শতক সম্পত্তি আছে। ওই সম্পত্তির খাজনা খারিজ সব আমার নামে। এছাড়া ১৫/২০ বছর থেকে ওই সম্পতি আমার দখলে ছিল। বর্তমানে ওই সম্পত্তি দলের ক্ষমতা দেখিয়ে এলাকার আ.লীগের নেতা গোলজার হোসেন ওই সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করছে। এখন বাধা দিতে গেলে মারধরসহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখায়।

ওই নারী আরও বলেন, এই ঘটনায় আদালতে একটি মামলার করেছি। সেই মামলায় আদালত থেকে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু আদালতের সেই আদেশ অমান্য করে গোলজার ক্ষমতার জোরে ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করছে। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে স্থানীয় আ.লীগের নেতা গোলজার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তিনি আমার বৈমাত্রিক বোন। আমি দলের ক্ষমতা দেখে কারো সম্পত্তি দখল করিনি। এই সম্পত্তি আমার পৈতৃক সূত্রে পাওয়া। এলাকার কিছু কুচক্রী মহল এলাকায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে আমার বৈমাত্রিক বোনকে উসকে দিয়ে এসব মামলা ও অভিযোগ করাচ্ছে। তাছাড়া আদালতের রায় অমান্য করে আমি ঘর নির্মাণ করিনি। কাজ বন্ধ রেখেছি।

পাঁচবিবি থানার (এএসআই) জাফর বলেন, আদালতের নোটিশ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করে এসেছি। এখন কাজ বন্ধ রেখেছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা