আত্মগোপনে থেকেও রক্ষা হয়নি, ধরা পড়লেন র্যাবের হাতে

২০১৭ সালে মাদক মামলায় গ্রেপ্তার হন নোয়াখালীর মো. নুরুল আমিন(৫৫)। এরপর জামিনে বের হয়ে চলে যান আত্মগোপনে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পড়লেন র্যাবের হাতে।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার নাজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, নুরুল আমিন পেশায় একজন অটোরিকশাচালক। ২০১৭ সালে ফেনসিডিল বহনকালে ঢাকার মুগদা থানায় গ্রেপ্তার হয়ে তিন মাস জেল খাটেন। পরে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। আদালত তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দিয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নুরুল আমিনের উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে নুরুল আমিনকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন