বরিশালে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ২ 

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৪:২৬
অ- অ+

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন—কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (৩০) ও কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের সালাম খানের ছেলে বাবু খান (২৮)।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মেহেদী হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাকিব খান ও ভ্যান চালক বাবু খানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। শেবাচিম হাসপাতালে ভর্তি ভ্যান চালক বাবু খান রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ শুক্রবার সকালে মেহেদী হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা