রাজবাড়ীতে কুয়াশা ও শীতে বিপর্যস্ত জীবনযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫
অ- অ+

দিনের পর দিন পদ্মা পাড়ের রাজবাড়ীতে বাড়ছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। ফলে রাজবাড়ীর রাজারা এবার শীতে কাবু হয়ে পড়েছে।

পদ্মা নদীর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। গত দুইদিন ধরে সারাদিন সূর্যের দেখা মেলেনি। কাজে যেতে না পারায় মানুষের হাতে টাকা নাই। ফলে অর্থের অভাবে খাদ্য ও শীত বস্ত্রও কিনতে পারছেন না।

তবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া কম্বল জেলার পৌরসভা ও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বণ্টন শুরু হয়েছে।

ঘন কুয়াশা থাকায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। খড়কুটোয় শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল বাতাস। অনুভূত হচ্ছে তীব্র শীত। দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া জনসাধারণ।

পদ্মার আমবাড়ীয়া চর এলাকার ভ্যানচালক ওমেদ আলী বলেন, কয়েক দিন ধরে কুয়াশা আর শৈত্যপ্রবাহ চলছে। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসে বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে। চর নারায়নপুর এলাকার আমজেদ মণ্ডল নামে এক দিনমজুর বলেন, শীতে মানুষ কাঁপছে। কিন্তু তাদের সহায়তায় রাজনৈতিক নেতা আর চেয়ারম্যান-মেম্বারদের দেখা নেই।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার অভিযোগ
যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা