মাধবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া, নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে পৈতৃক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ঝগড়া করতে গিয়ে সুভাষ পাল (৫০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই গ্রামের মৃত জয় চন্দ্র পালের তিন ছেলে সুভাষ পাল (৫০), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের (৩৯) মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন