মিয়ানমারে পাচারকালে

মেরিন ড্রাইভে ২৯ শ লিটার অকটেন জব্দ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:১৪| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:২১
অ- অ+

মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়ার সময় কক্সবাজারের মেরিন ড্রােইভ থেকে ২৯’শ লিটার অকটেন জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ৬৯টি ড্রামভর্তি এসব অকটেন জব্দ করেছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের সোনার পাড়ার মৃত আবদু সালামের ছেলে মো. আয়াছ (২২), উত্তর সোনারপাড়ার আবদুল্লাহর ছেলে মো. জসিম উদ্দিন (২০), একই এলাকার মৃত হাজী আব্দুল মোতালেবের ছেলে মো. আলী আকবর (৩৮), পশ্চিম সোনার পাড়ার আহম্মদ কবিরের ছেলে মো. সোহেল (১৯), মো. হাসেমের ছেলে মো. এহাছান উল্লাহ (২৩) ও রামুর খুনিয়াপালং হিমছড়ির আবদুল করিমের ছেলে মো. দেলোয়ার (২৪)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দরিয়ানগর ব্রিজের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। অভিযানকালে টেকনাফ অভিমুখী দুইটি নীল রঙের পিকআপে থাকা কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় ৬ জনকে আটক করা হয়।

মো. আবু সালাম চৌধুরী জানান, পিকআপে থাকা ড্রামভর্তি অকটেন উখিয়ার একটি পেট্রলপাম্প থেকে সংগ্রহ করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে পাচার কাজ করলেও আজই তারা ধরা পড়েছে।

আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা