আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:১৩
অ- অ+

আজ থেকে শুরু হচ্ছে আফ্রিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন)। শনিবার (১৩ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক আইভরি কোস্ট ও গিনি বিসাউ। রাত ২টায় অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

শিরোপার দৌড়ে এবারও এগিয়ে সাদিও মানের চ্যাম্পিয়ন সেনেগাল, মোহাম্মদ সালাহর মিশর ও তারকায় ঠাসা মরক্কো। মোহাম্মেদ সালাহ, সাদিও মানে, ভিক্টর ওশিমহেন, আশরাফ হাকিমি- ইউরোপ মাতানো এমন একঝাঁক তারকা ফুটবলারের এবারের লড়াই দেশের হয়ে।

এটা আফকনের ৩৪তম আসর। এ আসরে অংশগ্রহণ করছে মোট ২৪টি দল। তারা হলো- স্বাগতিক আইভরি কোস্ট, মরক্কো, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, বুরকিনা ফাসো, তিউনিসিয়া, মিশর, জাম্বিয়া, ইকুয়াটোরিয়াল গিনি, নাইজেরিয়া, গিনি বিসাউ, কেপ ভার্দ, মালি, গিনি, ঘানা, অ্যাঙ্গোলা, তানজানিয়া, মুজাম্বিক, ডিআর কঙ্গো, মৌরিতানিয়া, গাম্বিয়া, ক্যামেরুন ও নামিবিয়া।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে প্রস্তুত আইভোরি কোস্ট। গত বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল ৩৪তম আসর। তবে সে সময় আইভোরি কোস্টের বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিবেচনায় সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অ্যাফকন।

এবারও ৬ গ্রুপে ভাগ হয়ে লড়বে আফ্রিকার ২৪ দেশ। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা চার দল যাবে নক-আউটে। আইভোরি কোস্টের ৫ শহরের ৬ স্টেডিয়ামে হবে মোট ৫২ ম্যাচ। আবিদজানের আলাসানে ওয়াত্তারা স্টেডিয়ামে বসবে এবারের ফাইনাল।

গেল সাত আসরে ভিন্ন ভিন্ন সাত চ্যাম্পিয়নই বলে দেয় এবারও হবে জমাট লড়াই। তবে শিরোপার দৌড়ে এগিয়ে মোহাম্মেদ সালাহর মিশর। টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ফেরাউনের দেশ।

ফেভারিটের তকমা পাচ্ছে মরক্কো। গেল বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলা দলটিকে নিয়ে সতর্ক সবাই। ফিফা র‍্যাঙ্কিংয়েও সবার চেয়ে এগিয়ে দেশটি। আছে ১৩তম স্থানে।

শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ আছে সেনেগালেরও। বর্তমান চ্যাম্পিয়নদের এবারও তুরুপের তাস সাদিও মানে। পিছিয়ে নেই নাইজেরিয়া কিংবা স্বাগতিক আইভোরি কোস্টও।

তবে আয়োজকদের বড় চ্যালেঞ্জের নাম নিরাপত্তা নিশ্চিত করা। টুর্নামেন্ট চলাকালীন হামলায় ৮ জনের মৃত্যু ৩৮ জনের আহতের ঘটনায় কলঙ্কিত হয়েছিল গেলবারের ক্যামেরুন আসর।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা