মৌলভীবাজারের কুশিয়ারা নদীর তীরে জমে উঠেছে মাছের মেলা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৫১| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬
অ- অ+

পৌষ সংক্রান্তিকে ঘিরে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ। বিভিন্ন আড়তদাররা নিয়ে এসেছেন বড় বড় সাইজের এসব মাছ। পৌষ সংক্রান্তিকে ঘিরে শুরু হওয়া শেরপুর মাছের মেলা।

শনিবার বিকাল থেকে পুরোপুরি জমে উঠেছে এই মেলা। মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। মেলা ঘিরে স্থানীয়দের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় মেলার সময় বাড়ানো হয়েছে।

মৌলভীবাজার জেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে সদর উপজেলার একেবারে শেষভাগ শেরপুরে এ মেলার আয়োজন করা হয়েছে। শেরপুরের পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা, উত্তরে কুশিয়ারা নদী। নদী পার হলেই সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শুরু। হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই তিনটি জেলার মোহনা হচ্ছে শেরপুর। মৎস্য ব্যবসায়ীদের মতে, এটি দেশের সবচেয়ে বড় মাছের মেলা।সিলেটের কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা বাঘ, রুই, কাতলা, বোয়াল, গজার ও আইড়সহ বিশাল বিশাল মাছ নিয়ে মেলায় আসেন।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, মেলায় আসবার জন্য বড় ব্যবসায়ীরা সপ্তাহখানেক আগ থেকে বড় বড় মাছ সংগ্রহ করতে থাকেন।

স্থানীয়রা জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আড়ত থেকে ছোট বড় অনেক জাতের মাছ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়েন।

মেলা ঘুরে দেখা যায়, ছোট আকারের মাছের দাম হাঁকানো হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের মাছের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা এবং বড় সাইজের মাছের দাম ৫০ হাজার থেকে এক লাখ টাকাও হাঁকানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা