তেজগাঁওয়ে আগুনে ক্ষ‌তিগ্রস্তদের ঘু‌রে দাঁড়া‌তে ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩১
অ- অ+

রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন আমরা সেই ব্যবস্থা করছি।’

রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখানে কতগুলো রিব মানুষের বাস ছিল। তাদের সহায় সম্বল নিয়ে এখানেই থাকত। তাদের বাড়ি-ঘর পুড়ে গেছে, এটা আসলেই কটা মর্মান্তিক দৃশ্য। এখন এই মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে সেটার জন্য আমাদের সরকার এবং আমরা চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন আগুনের ঘটনায় দুটি মৃত্যুও য়েছে। আমরা সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য সমবেদনা প্রকাশ করছি। এই রিদ্র মানুষগুলো যাতে তাদের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারেন আমরা সেই ্যবস্থা করছি।'

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ড য়েছে, এটা একটা দুর্ঘটনা। এখানে কেউ কিছু রেছে কি না (নাশকতা) সেটা তদন্ত বে। দি কেউ নে রে এখানে কিছু ঘটানো য়েছে, তাহলে তদন্তের পর বেরিয়ে আসবে। ফায়ার সার্ভিসের তদন্তরিপোর্ট পাওয়ার পর সব পরিষ্কার হওয়া যাবে।

এখানে তিন শতাধিক রিবার বসবাস করত। তারা সবাই ক্ষতিগ্রস্ত। তাদের খাওয়া-দাওয়ার ্যবস্থা করা য়েছে। কম্বল এবং কাপড়ের ্যবস্থা করা য়েছে। আপাতত থাকার কোনো রকম একটা ্যবস্থা য়েছে; আমরা এটাকে আরও সুন্দর ্যবস্থা করব।

অনেকে অভিযোগ তুলছেন আপনারা যে সহযোগিতা করছেন এটা ঠিকমতো তাদের কাছে যাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান লেন, ‘আমাদের মিশনার একটা তালিকা তৈরি রেছেন। আমাদের লোকাল নেতারা পুলিশ প্রশাসন এটা দেখাশোনা করছেন। যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ঠিকমতো সাহায্য সহযোগিতা পায়, আমরা সেটা লক্ষ্য রাখবো।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। এতে দুজন দগ্ধ হয়ে মারা যান। আরও দুজন দগ্ধ হন এবং তারা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা